ভিভো ওয়াই৪০০ এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর

by N_admin_1 | আগস্ট ৫, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

Spread the love

ভিভো ওয়াই সিরিজে নতুন সংযোজন ওয়াই৪০০-এর সঙ্গে যুক্ত হয়েছেন দেশের দ্রুততম মানব ও আন্তর্জাতিক স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।

তরুণদের স্পিড আইকন এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণজয়ী এই অ্যাথলেট এবার সামনে এসেছেন ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে। ইমরানুর রহমান ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম নেওয়া সিলেটি বংশোদ্ভূত এক প্রতিভাধর অ্যাথলেট। ছোটবেলায় ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি, তবে বন্ধুদের অনুপ্রেরণায় শুরু করেন অ্যাথলেটিকস।

২০২১ সালে যুক্ত হন বাংলাদেশের সঙ্গে। ২০২৩ সালের লন্ডনে ১০০ মিটার দৌড়ে ১০.১১ সেকেন্ডে জাতীয় দলের হয়ে নতুন রেকর্ড গড়েন। একই বছর কাজাখাস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার দৌড় শেষ করেন ৬.৫৯ সেকেন্ডে। এটি বাংলাদেশের ইতিহাসে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক অর্জন। আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ১০০ মিটার দৌড়ে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। বছরের পর বছর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মান অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্থান করে নেবার পাশাপাশি, বাংলাদেশের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে ইমরানুর রহমান বলেন, “ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফোনটির শক্তিশালী পারফরম্যান্স এবং নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা আমাকে প্রতিটি বাধা অতিক্রম করার অনুপ্রেরণা দেয়।। ট্র্যাকে বা তার বাইরে, প্রতিটি মুহূর্তে যেমন নিখুঁততা ও নির্ভরযোগ্যতা প্রয়োজন, তেমনি অ্যাডভান্সড ফিচার, শক্তিশালী এবং পাওয়ারফুল পারফরম্যান্স জীবনের প্রাণবন্ত মুহূর্তগুলো ধরে রাখার অসাধারণ সক্ষমতা নিয়ে প্রতিদিনের চ্যালেঞ্জে ওয়াই৪০০ আমার আদর্শ সঙ্গী।”

যার পায়ের গতি সময়কে পেছনে ফেলার সাহস দেখায়, তার হাতের ডিভাইসটিও এমন হওয়া উচিত যা থেমে যাবে না কোনো বাঁধায়। ঠিক যেমন ভিভো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ওয়াই৪০০। যা ইমরানুর রহমানের অদম্য সাহস ও অবিচল আত্মবিশ্বাসেরই প্রযুক্তিগত প্রতিফলন।

Source URL: https://newsside24.com/?p=1740