by N_admin_1 | আগস্ট ৫, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
বন্ধু ছাড়া জীবন একেবারেই অসম্পূর্ণ। সবার জীবনেই কমবেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছেই স্পেশাল। রক্তের সম্পর্ক না থাকলেও বন্ধুর সঙ্গে গড়ে ওঠে আত্মার সম্পর্ক। তবে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া দুষ্কর। কখনও কি ভেবে দেখেছেন, আপনার বন্ধুর তালিকায় যারা আছেন, তারা প্রকৃত বন্ধু কি-না।
বন্ধুত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন আরেকজনকে চেনা। সবার সঙ্গেই কিন্তু বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব নয়। তবে যাদেরকে বন্ধু বানাচ্ছেন; তারা কি আপনার জন্য যোগ্য তা আগে জানা উচিত।
জেনে নিন সঠিক বন্ধু চেনার উপায়।
ভরসাস্থল
বন্ধু হল আমাদের এমন এক ভরসাস্থল যাকে বিশ্বাস করে আমরা আমাদের মনের অনেক কথাই তার সঙ্গে ভাগ করে নিতে পারি। তবে আপনি আপনার জীবনের সিক্রেট বন্ধু ভেবে যার সঙ্গে ভাগ করলেন সে কতটা তার মান রাখতে পারল সেটাও বোঝার বিষয়। আপনার সিক্রেট বিষয় নিজের মধ্যে না রেখে পাঁচ কান করা ব্যক্তি কখনই আপনার ভালো বন্ধু হতে পারে না। একথা অবশ্যই মাথায় রাখবেন।
মানসিকতা
বন্ধুত্ব মূলত মানসিকতার মিলের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। দুজনের মানসিকতার মিল না থাকলে সে প্রকৃত বন্ধু হওয়ার ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে বন্ধুত্ব করার আগে তার মানসিকতা কোন পর্যায়ের সেটা যাচেই করে নেওয়া উচিত।
বিশ্বাস
বন্ধুত্বে ভীষণভাবে প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের ওপর ভিত্তি করেই কিন্তু যে কোনও সম্পর্ক গড়ে ওঠে। বন্ধু নির্বাচন করার সময় অথবা কোনো বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সময় যাচাই করে নেবেন অবশ্যই যাতে বিশ্বাসের জায়গায় সে আঘাত না করে।
ব্যক্তিগত বিষয় নিয়ে মজা করা
আপনি যাকে কাছের বন্ধু মনে করেন সে যদি বন্ধুত্বের আড়ালে আপনার ব্যক্তিগত বিষয় বা খারাপ লাগার বিষয় নিয়ে লাগাতার আপনাকে ছোট করে। মজা করে সবার সামনে আপনার তাহলে বুঝবেন সে কখনই আপনার কাছের বন্ধু নয়।
হিংসা থাকবে না
যে বন্ধু প্রতিনিয়ত আপনার সাফল্যে হিংসাপরায়ণ হয়। আপনাকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেয় সে একেবারেই আপনার ছদ্মবেশী বন্ধু। প্রকৃত বন্ধু নয়। তাই বন্ধুত্বের ক্ষেত্রে বা কোনো বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে এই বিষয়গুলো অবশ্যই যাচাই করে নেবেন।
উদারতা
আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটা লক্ষণীয়। ভালো বন্ধু হতে গেলে কখনো কোনো বিষয়ে কৃপণ হওয়া গ্রহণযোগ্য নয়। বন্ধুর প্রতি উদার না হলে তাকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করা কষ্টকর। কারণ এতে বন্ধুত্বের ভেতর খাঁদের সৃষ্টি হয়।
ক্রটি
প্রত্যেক মানুষের কিছু না কিছু ক্রটি থাকেই। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তবে প্রকৃত বন্ধু হতে গেলে অপরজনের ক্রটি মেনে নিতে হবে। তবে সব থেকে ভালো হয় আপনার বন্ধুটি আপনাকে যদি আপনার ক্রটির বিষয়ে সচেতন যদি করিয়ে দেয় কিনা। প্রকৃত ভালো মানুষ আরেকজনের ভালো চায়।
Source URL: https://newsside24.com/?p=1768
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.