by N_admin_1 | আগস্ট ৫, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন সবুজ মিয়া নামে এক বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা।
তবে এবারের লটারিতে সবুজই একমাত্র ভাগ্যবান বাংলাদেশি নন। পারভেজ হোসেন আনোয়ার নামে আরও একজন বাংলাদেশি প্রবাসীও পুরস্কার জিতেছেন। তিনি জিতেছেন একটি ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার ভেলার গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করছেন।
দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বিগ টিকিট গতকাল রবিবার যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এতে ১৯৪৫৬০ নম্বর টিকিট কেনা ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন ২০ মিলিয়ন তথা দুই কোটি দিরহাম।
ড্রতে সান্ত্বনা পুরস্কার পাওয়া প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ব্যক্তির প্রত্যেকে সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতেন।
আমিরাতে বাংলাদেশিদের পুরস্কার জেতার ঘটনা নতুন নয়। এর আগে জুলাইয়ে মোহাম্মদ নাসের বেলাল নামে বাংলাদেশি এক ইলেকট্রিশিয়ান বিগ টিকিটের ড্রতে আড়াই কোটি দিরহাম জিতে নেন। প্রতিষ্ঠানটি জানায়, আগস্টে গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী, ৩ সেপ্টেম্বর লাইভ ড্রতে জয়ী ব্যক্তি পাবেন ১৫ কোটি দিরহাম।
আগামী মাসে লাইভ ড্রর রাতে প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পাশাপাশি ছয়জন জয়ীর প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবেন এক লাখ দিরহাম করে।
বিগ টিকিট জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে একবারে কোনো ক্রেতা দুই বা ততোধিক ক্যাশ টিকিট কিনলে ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে উপস্থিত হতে পারলে নগদ ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম অর্থ জেতার সুযোগ মিলবে।
যে চারজন অংশগ্রহণকারী লাইভ ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তাদের নাম বিগ টিকিটের ওয়েবসাইটে পাওয়া যাবে ১ সেপ্টেম্বর।
আগস্টের প্রমোশনে একটি বিএমডব্লিউ এম৪৪০আই জেতার সুযোগের কথাও জানানো হয়েছে। গাড়িটি জয়ীর নাম ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। এর বাইরে আগামী ৩ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত একজনের হাতে তুলে দেওয়া হবে একটি রেঞ্জ রোভার ভেলার।
উল্লেখ্য, ‘বিগ টিকিট’ মূলত দুবাইতে (আবুধাবি) অনুষ্ঠিত একটি সুপরিচিত লটারি বা র্যাফেল ড্র। এটি ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠিত হয়। এটি ওই অঞ্চলের বৃহত্তম এবং দীর্ঘতম চলমান লটারি ড্র। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশাল নগদ পুরস্কার এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। প্রতি মাসে নিয়মিতভাবে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ (নগদ পুরস্কার) এবং প্রতি দুই মাস পর পর ‘ড্রিম কার ড্র’ (গাড়ি পুরস্কার) অনুষ্ঠিত হয়।
Source URL: https://newsside24.com/?p=1785
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.