by N_admin_1 | আগস্ট ৫, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণের লক্ষ্যে ৮১ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখা গঠন করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রানু। আর সম্পাদক হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ও মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অদুদ আলম।
সম্প্রতি সাইফুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান যুক্তরাজ্যে সফরকালে প্রবাসী মৌলভীবাজারবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামী ৫ সেপ্টেম্বর লন্ডনে এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
৮১ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের এই কমিটিতে শরীফুজ্জামান চৌধুরী তপনকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল ওয়াহিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোয়লেহীন করিম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ ছাড়া পরবর্তীতে আরও ২০ জন সদস্য অন্তর্ভুক্ত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।
Source URL: https://newsside24.com/?p=1788
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.