by newsside24_01 | আগস্ট ২৪, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
অনলাইন ডেক্স: সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩ আগস্ট) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে চিকিৎসকের পরামর্শমতে।
আজ বিকেল পাঁচটার দিকে ফারুকী বাসায় ফিরেছেন, এ বিষয়ে তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা জানান।
ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিও তিশা তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম। শুধু তাই নয় দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
চার দিনের সফরে কক্সবাজারে গিয়ে গত শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ফারুকী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তিনি হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে বুকে ও পেটে ব্যথা অনুভব করেন। এরপর রাত সাড়ে ১০টার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
কক্সবাজার থেকে ঢাকায় এনে ভর্তি করানো হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়। গত রোববার তিশা সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
Source URL: https://newsside24.com/?p=1852
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.