by newsside24_01 | আগস্ট ২৯, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ
বরিশাল: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহি আটক করা হয়েছে। তার বাড়ি ঝালকাঠী। বুধবার (২৭ আগস্ট) রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে। তার সঙ্গে আরো দুজনকে (এক পুরুষ ও নারী) আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় নেওয়া হয়েছে। তারমধ্যে মাহিয়া মাহি নামে এক কিশোরী রয়েছে। যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে, তাই তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।”
এদিকে মাহিয়া মাহিকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে হোটেলের সামনে তাদের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহি ও আটক তরুণ-তরুণী। এমনকি আটককৃতরা সাংবাদিকদের দেখে নেয়ারও হুমকি দেন।
Source URL: https://newsside24.com/?p=1890
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.