বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কলাপাড়া এডহক কমিটি

by newsside24_01 | আগস্ট ৩০, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাবু সজল সমাদ্দারকে আহবায়ক ও বাবু দেবাশীষ শিকদার (কালা) সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক বাবু আশীষ কুমার সাহা ও সদস্য সচিব বাবু তপন চন্দ্র দাস স্বাক্ষরিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কলাপাড়া উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটিকে কলাপাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছেন। এবিষয়ে সনাতন ধর্মাবলম্বী সচেতন মহল এ কমিটি সময়োপযোগী সুন্দর একটি আহবায়ক কমিটি উপহার দেওয়ার জন্য জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

নবনির্বাচিত কমিটির আহবায়ক সজল সমাদ্দার বলেন, উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা আমাদের উপর আস্থা রেখে যে দ্বায়িত্ব অর্পণ করেছেন,চেষ্টা করব তাদের সেই আস্থার প্রতিদান দিতে।

Source URL: https://newsside24.com/?p=1898