by newsside24_01 | সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন ডেক্স: কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস (৮১৫) ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) বাফার ভেঙে গিয়ে আলাদা হয়ে গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে পটিয়া স্টেশনের তিন কিলোমিটার আগে গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি রাত ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার ছেড়ে আসে।
স্থানীয়রা জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে তারা হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পান। এসে দেখেন ইঞ্জিন থেকে ট্রেনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রাতে পটিয়া উপজেলার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। সাপোর্ট ইঞ্জিন চট্টগ্রাম থেকে পটিয়ার উদ্দেশে রওনা হয়েছে। সাপোর্ট ইঞ্জিন এলেই যাত্রীদের নিরাপদে পৌঁছানো হবে।
Source URL: https://newsside24.com/?p=1967
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.