by newsside24_01 | সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন ডেক্স: প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ও জরুরি অবস্থা জারির গুজব নিয়ে নানা আলোচনার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তায় আরও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কয়েকদিন যাবত রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েকটি সংবাদমাধ্যম রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের কথিত সাক্ষাতের খবর দেওয়ার পর জরুরি অবস্থা জারি হচ্ছে কি না, সেই গুঞ্জন রটে।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন বলে আমার জানা নেই। দুই-একটা পত্রিকায় দেখেছি। বাজারে অনেক রকম গুজব প্রচলিত আছে। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। ”
জরুরি অবস্থা জারি হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই। এসব গুজবের মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার দিকে আরও সজাগ থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চন ভন্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপর একটি সূত্র থেকে জানা যায়, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ রোববার ধানমন্ডিতে মিছিল করেছে। এটা নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে এই নিষিদ্ধ সংগঠন যেন সড়কের দাঁড়াতেই না পারে, সেদিকে সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Source URL: https://newsside24.com/?p=1973
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.