by newsside24_01 | সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সম্প্রতি দুটি ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি)মো.আসাদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার।
এর আগে গত ১৮ আগস্ট এবং ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে পরপর ২টি ট্রলার ডুবিতে মোট ২৪ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে পতিত হয়। এর মধ্যে ১৯ জন মৃত্যুমুখে পতিত হয়ে বেচে ফিরে আসেন। ৪ জনের মৃত্যু হয় এবং এখনো ১ জন নিখোঁজ রয়েছেন।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত. ইদ্রিস মাঝির স্ত্রী পারভীন বলেন, এ চাল পেয়ে হয়ত কয়েকদিন সংসার চলবে। পরে কিভাবে কি করবে জানিনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত এসব জেলেরা চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়ায় এই কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। বৃহস্পতিবার ২৪ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
Source URL: https://newsside24.com/?p=1985
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.