by newsside24_01 | সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে পৌছাতে দেরী করায় ট্রলার মালিক পক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময়
সাদ্দাম আকন (১৮) ও আসাদুল(২২) নামের আরও দুই জেলেকে মারধর করা হয়। শুক্রবার দুপুরে ওই জেলেকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত হেলাল মঠবাড়িয়া এলাকার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত দশটায় আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আল-আমিন আড়তে এ মারধরের ঘটনা ঘটে।
নিহত জেলের স্বজন ও আহত জেলেরা জানায়, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় মন্টু ফরাজীর মালিকানাধীন ট্রলার। কিন্তু মঠবাড়িয়া থেকে ওই তিন জেলে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে আসতে অনেক দেরি করেন। রাত নয়টার পর তারা এসে পৌছালে দেরির করার অজুহাতে তাদের মন্টু ফরাজীর নেতৃত্বে বেধড়ক মারধর করেন মালিক পক্ষের তিন ব্যক্তি। পরে মাছধরার উদ্দেশ্যে তাদের সাগরে পাঠালে সেখান বসে ওই তিন জেলের অবস্থার অবনিত হয়। দুপুরে তাদের সাগর থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Source URL: https://newsside24.com/?p=1992
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.