by newsside24_01 | সেপ্টেম্বর ১১, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
বরিশাল: বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ বা বাকসুর দ্রুত নির্বাচনের দাবিতে কলেজ ক্যাফেটেরিয়ায় মতবিনিময় সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. হাসনাইনসহ অনেকে।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত নির্বাচন হলে বাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।
এ সময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষনা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি জানানিয়ে শিক্ষার্থীরা বলেন,ছোট অথবা বড় যেকোন সমস্যা সামাধানে তাদের একমাত্র পথ হয়ে দাড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে।
Source URL: https://newsside24.com/?p=2022
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.