কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা

by newsside24_01 | সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ “জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে আইনী সহায়তার মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) কলাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি পূর্নগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। এছাড়া কলাপাড়া পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ অসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. নাসির উদ্দীন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া পৌর শাখার তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ আফজাল হোসেন তালুকদার স্বপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি, এ্যাডভোকেট আবুল বাশার। কলাপাড়া কৃষক দলের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং সমাজকর্মী ও স্থপতি ইয়াকুব খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নাওভাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, ভিপি কাশেম শেখ ও কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক, মোঃ তারেক আমান সুমন এবং কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ। বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার কমিটিকে শক্তিশালী করা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার পৌঁছে দেয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি। সেই সাথে পরবর্তীতে সকলের সাথে আলোচনা করে কমিটির অন্যান্য সদস্য গঠন করতে অনুরোধ করেন অতিথিরা।

Source URL: https://newsside24.com/?p=2025