by newsside24_01 | সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন ডেক্স: নেপালে টানা তিন দিন রাজনৈতিক অস্থিরতায় অনিশ্চয়তার মধ্যে থাকার পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট, যাতে জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের সঙ্গে দেশে ফেরেন নেপালে অবস্থান করা সাংবাদিকরাও।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খেলোয়াড় ও সাংবাদিকরা। নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে বিশেষ ফ্লাইটে ঢাকা যাত্রা শুরু হয়। বিকেলে ঢাকায় নেমে স্বস্তির নিশ্বাস ফেলেন সবাই।
৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ, তবে তার আগেই দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ৮ সেপ্টেম্বর থেকে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা, হোটেলবন্দী অবস্থায় দিন কাটাতে হয় জামাল-তপুরাদের। নিরাপত্তা শঙ্কার কারণে বাতিল হয় দ্বিতীয় ম্যাচও।
বিক্ষোভের কারণে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে দেশে ফেরার পরিকল্পনা ভেস্তে যায়। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকারের সমন্বিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত সমাধান মেলে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ ফ্লাইটে দলটি নিরাপদে দেশে ফেরে।
Source URL: https://newsside24.com/?p=2034
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.