বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন

by newsside24_01 | সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

Spread the love

 

বরিশাল:  নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত ৬ লেনের মহাসড়ক হবে এবং এজন্য কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে, বাকিগুলো করতে হবে।

এসময় তিনি আরও জানান, ভাঙা থেকে বরিশালে রেলওয়ের ডিপিপি আগে দেয়া রয়েছে। রেলওয়ে আপাতত আমাকে বরিশাল পর্যন্ত কাজের কথা জানিয়েছেন। আর বরিশালের পরে পটুয়াখালী পর্যন্ত রেলওয়ে নিতে অনেক পয়সা খরচ করতে হবে। তাই এই পুরাটা পথ করতে হবে প্লানিং-এ দুই থেকে তিন বছর সময় শেষ হয়ে যাবে, তাই আমি থাকতে থাকতে যেন প্ল্যানিংটা করে ফেলে, পাশ হয় সেই জন্য বলেছি।

Source URL: https://newsside24.com/?p=2040