by newsside24_01 | সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
বরিশাল: আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছেন খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মসূচি ও প্রার্থীদের পরিচিতি তুলে ধরেন।
তারা বলেন, দেশের সার্বিক সংকট সমাধান, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস অঙ্গীকারবদ্ধ।
সভায় খেলাফত মজলিস পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন করা; আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের এ দেশের এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা; আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা; জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা; আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, আমরা মনে করি এই দাবী গুলো যৌক্তিক এবং এই দাবীগুলো বাস্তবায়ন ছাড়া যৌক্তিক সংস্কার ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়৷ জুলাই আগস্টের মহান শহীদ ও আহতদের ত্যাগকে কখনোই আমরা বৃথা যেতে দিতে পারিনা৷ তাই নির্বাচনের পূর্বেই অবিলম্বে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবী জানাচ্ছি৷
একই সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এর ছয়টি আসনের প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। প্রার্থীরা হলেন, বরিশাল-১ (গৌরনদী–আগৌলঝাড়া) আসনে মুহাম্মাদ ফখরুল ইসলাম, বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে মুহাম্মাদ আশিকুর রহমান, বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে মাওলানা মুহাম্মাদ জুবায়ের গালিব, বরিশাল-৫ (সদর উপজেলা) আসনে মুফতী সুলতান মাহমুদ, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের গালিব। এসময় তিনি বলেন, আমরা জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।
তিনি বলেন, আজ আমরা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বরিশাল জেলার ৬ জন সংসদ সদস্য প্রার্থী, আপনাদের সামনে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি, অঙ্গীকার ও নির্বাচনী ইশতেহার উপস্থাপন করতে এসেছি।
বরিশাল—বাংলাদেশের দক্ষিণাঞ্চলের হৃদয়ভূমি। নদী-নালা, প্রাকৃতিক সম্পদ, কৃষি ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদ এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। নগর পরিকল্পনার অভাব, নদী ভাঙন, বেকারত্ব, মাদক, দুর্নীতি ও বৈষম্য এ অঞ্চলের প্রধান সমস্যা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—বরিশালকে একটি স্মার্ট, নিরাপদ ও শিল্পোন্নত নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
সভায় বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া জনগণের আসল মুক্তি সম্ভব নয়। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ উন্নয়ন ও জনসেবামূলক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বরিশালের প্রতিটি আসনে জনগণের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ।
Source URL: https://newsside24.com/?p=2065
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.