by newsside24_01 | সেপ্টেম্বর ২০, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভীড় করেছে তার স্বজনসহ স্থানীয় মানুষ।
নিখোঁজ নুরুল ইসলামের কন্যা রুপা বলেন, গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলো। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সহ ওই অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। পরে নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন। গতকাল বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.আবুল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে শুক্রবার বিকাল থেকেই আমাদের ১টি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত রয়েছে।
Source URL: https://newsside24.com/?p=2085
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.