কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

by newsside24_01 | সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খাঁন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, কলাপাড়া, পটুয়াখালীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, ২৩, ২৪ এবং ২৫ সেপ্টেম্বর এই তিন দিনে সকল প্রতিযোগিতা সম্পন্ন হবে। কেন্দ্র নির্দেশনা মোতাবেক সকল দফা এবং সময় ঠিক রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।

Source URL: https://newsside24.com/?p=2111