ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়ায় র‍্যালী, সভা ও দোয়া মাহফিল

by newsside24_01 | অক্টোবর ৩, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ  বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কলাপাড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে, বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকাল ৩টায় দিবসটি উপলক্ষে কলাপাড়া এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, কলাপাড়া উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি
মাওলানা ফোরকানুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আঃ জব্বার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কলাপাড়া পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক, মোঃ আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য আপনারা। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী ওলামা দলকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলের সক্রিয় ভূমিকা পালন করতে অনুরোধ করেন বিএনপির এ নেতা।

Source URL: https://newsside24.com/?p=2133