by newsside24_01 | অক্টোবর ৬, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসিস) সভাপতি মোঃ ফখরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের অর্থসম্পাদক সাংবাদিক শরীফুল হক শাহীন, সাংবাদিক জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু। রবীন্দ্র কুঠিবাড়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাস্টোডিয়ান মোঃ আল আমিন, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, সহ সভাপতি মাহাবু উল্লাহ লিটন, সাইদুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নুরুল হকসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শিক্ষকদের জীবন ও জীবীকার মান উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার আহবান জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, শিক্ষকদের ভালো কাজ এবং জাতির কাছে তাদের প্রত্যাশা দেশবাসীকে অবহিত করার কাজ আপনারাই করে থাকেন। তিনি শিক্ষক দিবসে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, একটি জাতি গঠনের গুরুত্বপূর্ণ কাজ শিক্ষকরা করে থাকেন। তিনি শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে শিক্ষকদের জীবন মান উন্নয়নে দ্বায়িত্বশীলদের ভূমিকা পালনের আহবান জানান।
Source URL: https://newsside24.com/?p=2139
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.