কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময়

by newsside24_01 | অক্টোবর ৮, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থানরত মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন নবাগত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদ। বুধবার(০৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে(পায়রা) এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।

সভায় শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুয়াকাটা খানাবাদ কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, কলাপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাসির উদ্দিন, মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পিএনডি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল হক। এ সময় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ বলেন, কোন এলাকার উন্নয়নের প্রধান ইন্ডিকেটর হচ্ছে সেই এলাকার উন্নত শিক্ষা। মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদেরকেও মানসম্মত করে গড়ে তুলতে হবে। তিনি উপজেলায় শিক্ষা ব্যবস্থায় সমস্যা চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যাবস্থাপনা এবং পাঠদান প্রক্রিয়া উন্নয়নের প্রতিষ্ঠান প্রধানদের জোর অনুরোধ করেন।

Source URL: https://newsside24.com/?p=2149