বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন

by newsside24_01 | অক্টোবর ১৪, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

Spread the love

 

স্টাফ রিপোর্টার ॥  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই আহ্বায়ক কমিটিতে নুরুল আমিনকে আহ্বায়ক, সাইফুল ইসলাম আরমানকে সদস্যসচিব এবং আব্দুস সালাম রাঢিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ের যোগ্য, নির্ভরযোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে সদর উপজেলা বিএনপির পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তুলে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশও দেওয়া হয়েছে।

Source URL: https://newsside24.com/?p=2163