by newsside24_01 | অক্টোবর ১৪, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলা ও ২০ ভাগ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতার প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তি যোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা ও কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, নাওভাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বানাতিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহমান জাফর এবং ধানখালী আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।
মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।
Source URL: https://newsside24.com/?p=2172
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.