by newsside24_01 | অক্টোবর ১৫, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
কলাপাড়াঃ পটুয়াখালী জেলার কলাপাড়ায় খুচরা সার বিক্রতাদের টিও লাইসেন্স প্রদান এবং সরকারি আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলার সার বিক্রেতারা।
বুধবার দুপুর ১২ টায় বাংলাদেশ খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন কলাপাড়া শাখার এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার মিয়া বলেন, কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১৪ জন সার ডিলারের বাইরে সরকারি আইডি কার্ডধারী ১২৪ জন খুচরা সার বিক্রেতা রয়েছে। যারা উপজেলার প্রায় ৩৫ হাজার কৃষককে সার বিক্রি করছে। এ ১২৪ জন খুচরা বিক্রেতা না থাকলে কৃষকদের কৃষি মৌসুমে সার পেতে সীমাহীন দুর্ভোগ ও অতিরিক্ত অর্থ ব্যয় হতো। কিন্তু বর্তমানে প্রতি ইউনিয়নে একজন ডিলার রেখে খুচরা সার বিক্রেতাদের বাদ দেয়ার চক্রান্ত করা হচ্ছে। এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কলাপাড়ার খুচরা সার বিক্রেতারা এ আন্দোলনে নামে।
সংগঠনের সভাপতি শামিম মুন্সী বলেন, সারা দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাদের কাছ থেকে প্রায় ৫ কোটি কৃষক উপকৃত হচ্ছে। তাদের বিক্রি বন্ধ করতে পারলে সার সিন্ডিকেট চক্র আবার সক্রিয় হবে। এতে কৃষকরা কৃষি মৌসুমে সার সিন্ডিকেটের কাছে আবার জিম্মি হয়ে পড়বে। তাই অবিলম্বে সরকারি আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার পাশাপাশি তাদের সার বিক্রির টিও লাইসেন্স প্রদানের দাবি জানান।
Source URL: https://newsside24.com/?p=2175
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.