বরিশালে কবি জীবনানন্দ দাশ’র ৭১ তম প্রয়াণ দিবসের আয়োজন

by newsside24_01 | অক্টোবর ১৫, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

Spread the love

 

বরিশালঃ বাংলা কবিতার শুদ্ধতম নিঃসঙ্গ পাখি—কবি জীবনানন্দ দাশ। তাঁর জন্মভূমি বরিশালের নদী, বন, কুয়াশা, হিজল ও ধানসিঁড়ির তীরেই তিনি খুঁজে পেয়েছিলেন কবিতার আত্মা।

আগামী ২২ অক্টোবর ২০২৫, কবির ৭১ তম মৃত্যুদিনে আগুনমুখা’র পক্ষ থেকে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাহিত্যভ্রমণ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক আসর। এই আয়োজনে কবি জীবনানন্দ দাশ’র সকল কবিতা প্রেমীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন আগুনমুখা সম্পাদক নাজমুল শামীম। তিনি জানান, কবি জীবনানন্দ দাশ’র প্রয়াণ দিবস উপলক্ষে

ভোরে কবির জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বেলা ১১ টায় ঝালকাঠীর ধানসিঁড়ি নদীর তীরে কবিতা পাঠ ও আড্ডা।

সন্ধ্যায় এবিসি ফাউন্ডেশন এর হলরুমে কবিতা পাঠ ও সমাপনী অনুষ্ঠান। উক্ত আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় আপন কণ্ঠে কবিতা পাঠ করা হবে।

Source URL: https://newsside24.com/?p=2178