উজিরপুরে সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

by newsside24_01 | অক্টোবর ৩০, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

Spread the love

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে ছিলো লক্ষ জনতার ঢল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার সময় সন্ধ্যা নদীর শিকারপুর সরকারী শেরে- বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু করে মেজর এম,এ জলিল সেতু পর্যন্ত নৌকা বাইচ এসে শেষ হয়। ৬ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি হিসেবেনবরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন ও জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কিপার আসমা ফেরদৌসী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাশে ও নদীতে বিভিন্ন সাঝে সজ্জিত ছিলো ট্রলার ও নৌকা। এছাড়া নৌকা বাইচ প্রতিযোগিতা লক্ষ জনতা উপভোগ করে।

Source URL: https://newsside24.com/?p=2195