by newsside24_01 | অক্টোবর ৩০, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে ছিলো লক্ষ জনতার ঢল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার সময় সন্ধ্যা নদীর শিকারপুর সরকারী শেরে- বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু করে মেজর এম,এ জলিল সেতু পর্যন্ত নৌকা বাইচ এসে শেষ হয়। ৬ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি হিসেবেনবরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন ও জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কিপার আসমা ফেরদৌসী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাশে ও নদীতে বিভিন্ন সাঝে সজ্জিত ছিলো ট্রলার ও নৌকা। এছাড়া নৌকা বাইচ প্রতিযোগিতা লক্ষ জনতা উপভোগ করে।
Source URL: https://newsside24.com/?p=2195
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.