দেশের বিভিন্ন জায়গায় ৫.৫ মাত্রার ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদী

by newsside24_01 | নভেম্বর ২১, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

 

প্রতিবেদক:  ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো নরসিংদী।

ঢাকা, চাঁদপুর, বরিশাল, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী,ঝালকাঠী, বরগুনা, পিরোজপুর, বগুড়া, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, ভূমিকম্পের সময় তিনি একতলায় একটি দোকানে বসেছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল। সবাই আতংকে ঘরের বাহিরে বেরিয়ে আসে। এদিকে রাজধানীতে ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় বিভিন্ন এলাকায় অনেকেই আতংকে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

Source URL: https://newsside24.com/?p=2230