by newsside24_01 | নভেম্বর ২১, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
বরিশাল: ভাড়া চূড়ান্ত না হওয়ায় যাত্রী সংকটের কারণে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদের উদ্বোধনী যাত্রাই বাতিল হলো। পর্যটন সার্ভিস হিসেবে ২১ নভেম্বর শুক্রবার স্টিমারটির ঢাকা-বরিশাল নৌপথে আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক হলেও প্যাডেল স্টিমারের ভাড়া নির্ধারণ করা যায়নি। আগাম টিকিট বুকিংও আশানুরূপ হয়নি। মাত্র তিন-চারজন যাত্রী বুকিং করায় উদ্বোধনী যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
উল্লেখ্য, বিভিন্ন ফেইজবুক পেইজে ও একাউন্টে অধিকাংশ সাধারণ টুরিস্টদের দাবি ছিল স্টিমারের ভাড়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, তাহলে সকলের জন্য ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। আকাশচুম্বী ভাড়া হলে সেটা সাধারণ টুরিস্টদের বহন করা সম্ভব না বলে মন্তব্য করেন সবাই। তাই কতৃপক্ষ বার বার বৈঠক করে সঠিক সিদ্ধান্তে না পৌছায় উদ্বোধনী যাত্রা বাতিল করতে বাধ্য হয়।
Source URL: https://newsside24.com/?p=2233
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.