by newsside24_01 | নভেম্বর ৩০, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে খুলনা জজ আদালতের সম্মুখে ২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম রাজন (২৮) ও আতিক (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, আজ রোববার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্বের কোন বিরোধে এঘটনা ঘটতে পারে।
Source URL: https://newsside24.com/?p=2262
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.