by newsside24_01 | ডিসেম্বর ১, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ
বরিশাল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেলের উদ্যোগে বরিশাল নগরের কাজী পাড়া মসজিদে এ আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম করা হয়, পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বলেন, বেগম খালেদা জিয়া শুধু আপোশহীন একজন নেত্রীই নন, তিনি আমাদের তথা গোটা দেশের মানুষের কাছে একটি আবেগের জায়গা।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোশ করেননি। তাই তাকে মিথ্যে মামলায় কারবরণ করতে হয়েছে, স্মৃতি বিজড়িত নিজের ঘর ছাড়তে হয়েছে। নেত্রী দেশে ও দেশের মানুষের কাছে সারাটা জীবন কাটিয়েছেন। কখনও এই দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি।
তিনি বলেন, আজ আমাদের সেই নেত্রী গুরুতর অসুস্থ। আল্লাহর কাছে ফরিয়াদ দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষের কল্যাণের জন্য হলেও নেত্রীকে সুস্থতা দান করুন, সেইসাথে তার দীর্ঘায়ু দান করুন।
Source URL: https://newsside24.com/?p=2271
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.