কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নানকে বিদায় সংবর্ধনা

by newsside24_01 | ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ

Spread the love

 

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে (৫৯) জন্মদিনের শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় বিদ্যালয় সংলগ্ন অভ্র শহরের ফেরিঘাট এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা এবং জন্মদিনের শুভেচ্ছা প্রদান করা হয়। কলাপাড়া পৌর বিএনপি’র সহ-সভাপতি গাজী মোঃ সুলতান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক, ব্যবসায়ী ও বিএনপি নেতা মিঠু মৃধা, রফিক মৃধা, ফারুক মোল্লা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, সুমন চন্দ্র রায়, গিয়াস উদ্দিন, মিলনেন্দু বাবু, অফিস সহকারী আমিনুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, আপন নিউজ’র স্বত্বাধিকারী আলমগীর হোসেন, ব্যবসায়ী মিলন হাওলাদার, এনিম মৃধা, লোকমান হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। উল্লেখ্য কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউপির ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ফরাজী ৩৫ বছরে কর্মজীবন শেষে ১৫ ডিসেম্বর তার শেষ কর্ম দিবস পার করেন। এদিন ব্যান্ডের তালে তালে ফুলের শুভেচ্ছা দিয়ে থাকে বরণ করা হয়। এরপর জন্মদিনের কেক কেটে শতাধিক মানুষকে নিয়ে নৈশ ভোজ এবং উপহার প্রদান করা হয়।
সকলের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে আব্দুল মান্নান ফরাজী বলেন, আজকে আমাকে যে সম্মান দেয়া হয়েছে আমি আজীবন তা মনে রাখবো। বাকি জীবনটা যেন সুস্থভাবে কাটাতে পারেন সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।
অনুষ্ঠানের সভাপতি গাজী মোহাম্মদ সুলতান বলেন, গত ৩৫ বছর ধরে নিষ্ঠার সাথে এই জনপদে মান্নান ফরাজী মানুষের সেবা দিয়ে গেছেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই শিক্ষক নুরুল হক, ব্যবসায়ী মিঠু মৃধা এবং ফারুক মোল্লার উদ্যোগে সকল ব্যবসায়ীকে নিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা এবং বিদায় সংবর্ধনা করতে পেরে আমরা আনন্দিত। তিনি বিদায়ী মন্নান ফরাজী এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য দোয়া কামনা করেন।

Source URL: https://newsside24.com/?p=2296