সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল-এর সভাপতি তালুকদার মাসুদ এবং সম্পাদক সুমাইয়া জিসান

by newsside24_01 | ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ

Spread the love

 

বরিশাল: ২০০৫ সালে প্রতিষ্ঠিত বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী সংবাদপত্র ও মিডিয়া সংগঠন সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশাল হাঁটি হাঁটি পা পা করে ২১ বছরে পর্দাপন করেছে। এই নতুন বছরে ২০২৬-২৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বরিশালের কথা সম্পাদক তালুকদার মো: মাসুদ, সাধারণ সম্পাদক পদে দখিনের প্রতিবেদনের সুমাইয়া জিসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৭ ডিসেম্বর সংগঠনের নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী তাদের নির্বাচিত ঘোষণা করেন।

কমিটির অনান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক শাহনামা পত্রিকার আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বরিশালের কথার নাসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ডেসটিনি পত্রিকার মফিজুর রহমান রনি, দপ্তর সম্পাদক পদে নিউজ টুডের হাসান আশ্রাফি রেশাদ, কোষাধ্যক্ষ পদে বিজয়ের বানী পত্রিকার এইচ এম আসলাম, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বরিশাল সমাচারের জুনায়েদ খন্দকার, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে দৈনিক জনতার আল-আমিন এবং নির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের অরুণ কুমার বিশ্বাস, বরিশাল সমাচার পত্রিকার কে এম তারেকুল আলম, দৈনিক মফ:স্বল বার্তা ব্যুরো প্রধান মনবীর আলম খান, দৈনিক বরিশালের কথার মামুন অর রশিদ, দৈনিক সত্য সংবাদের অলিউল ইসলাম এবং দৈনিক প্রথম সকাল পত্রিকার হালিম ভূঁইয়া।

ফকির বাড়ি রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় ২০২৫ সালের সাধারণ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী কমিটির সভাপতি কে এম তারেকুল আলম এবং সাধারণ সম্পাদক অলিউল ইসলাম।

Source URL: https://newsside24.com/?p=2307