ঘন কুয়াশায় পদ্মা নদীতে লঞ্চ দুর্ঘটনা

by newsside24_01 | ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

Spread the love

 

বরিশাল: ঢাকা সদরঘাট থেকে বরিশালের মুলাদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চ পদ্মা নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। ২৮ ডিসেম্বর র‌বিবার সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
নদীতে নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় লঞ্চটির দোতলার বাম পা‌শের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে সূত্র আরও জানায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লঞ্চের যাত্রী মাসুদ রহমান মোবাইল ফোনে জানান, সকাল নয়টার দিকে লঞ্চটি পদ্মা নদী পার হচ্ছিল। নদীর তীরের কাছে একটি মালবাহী জাহাজ নোঙ্গর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে পাননি।

একপর্যায়ে নোঙ্গর করা জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদীর দিকে যাত্রা অব্যাহত রাখে।
এ ব্যাপারে মহারাজ-৭ লঞ্চের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যায়নি।

Source URL: https://newsside24.com/?p=2312