by newsside24_01 | ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। রবিবার(২৮ ডিসেম্বর) দুপুর বারোটায় কলাপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদূর রহমান মাস্টার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, উপজেলা বিএনপি নেতা নূরুল হক মুন্সি, মহিপুর থানা বিএনপির সভাপতি আ: জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কলাপাড়া পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার,বেগম জিয়ার সুস্থতা কামনা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বরেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
Source URL: https://newsside24.com/?p=2326
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.