কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত

by newsside24_01 | ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা এবং অসুস্থ বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া পৌর শহরের বিএনপির নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া পৌর বিএনপির সভানেত্রী ফারজানা আক্তার সাম্মি ফ্লোরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম,
কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদিকা লাইজু আক্তারসহ কলাপাড়া পৌর মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় কলাপাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, দিন বদলের এই সমাজে পরিবর্তনের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। কেননা কাউকে না কাউকেত আপনারা এমপি নির্বাচিত করবেন। আপনাদের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবেন। আপনাদের এলাকার উন্নয়ন কার দ্বারা সম্ভব হবে। আবেগের বশবর্তী না হয়ে বিবেক দিয়ে চিন্তা করে মূল্যবান সিদ্ধান্ত নিবেন। তিনি আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের উন্নয়নে
প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, নারী শিক্ষা, স্বাস্থ্য সেবা, নমূনা কার্ড, স্বাবলম্বী কার্ড, বয়স্কদের জন্য সহায়তা, রেশন ব্যাবস্থা সহ কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি পন্য ব্যাবহারের জন্য কার্ড প্রদান করা হবে।

Source URL: https://newsside24.com/?p=2333