by newsside24_01 | ডিসেম্বর ৩০, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর মনোনীত দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার দলীয় প্রতীক ঈগল মার্কা। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল পৌনে চারটায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন-এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচনে চ্যালেঞ্জিং স্থান হলো : – গুন্ডামি-মাস্তানি, সংঘর্ষের পরিকল্পনা, কেন্দ্র দখল করা। ইতোমধ্যে পরিকল্পিতভাবে জেলে থাকা গুন্ডাদের জামিন করানো হচ্ছে, অন্য জেলা থেকে সর্বহারা আসছে। ঢাকায় ওসমান হাদি, সারা দেশে বিভিন্ন নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। প্রতিটি আসনে ৫০ বা ১০০ অপরাধী লোক রয়েছে। এদেরকে গ্রেফতার বা আটক করে রাখলে নির্বাচন সুষ্ঠু হবে। এভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি হলে ভালো নির্বাচন হতে পারে না। তাতে একতরফা নির্বাচন হতে পারে।
তিনি আরো বলেন, ভয়ের মধ্যে প্রচার প্রচারণা সুষ্ঠুভাবে না করা গেলে নির্বাচন সম্ভব না। নির্বাচনী দল নিয়ে নির্বাচনী পরিবেশ রক্ষা করার জন্য একটি কমিটি করা দরকার। রাজনৈতিক নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে নিজেদের নেতাদের সেইভ করবে। প্রতিপক্ষকে মেধা, যুক্তি ও তর্ক করে ঘায়েল করবে। গায় হাত তুলে না, অস্ত্রের ভয় দেখিয়ে না। প্রয়োজনে মিছিল বা আন্দোলন করেন। কিন্তু হামলা চালাবেন না, কাউকে মারবেন না। প্রার্থীরা নিরাপদে ক্যাম্পিং করতে পারে আর জনগণ ভোট নিরাপদে দিতে পারে। তাহলেই গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিষয়গুলো নিয়ে প্রশাসনের বিভিন্ন স্থানে ভালো একটি নির্বাচন উপলক্ষে আলোচনা হয়েছে।
Source URL: https://newsside24.com/?p=2342
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.