by newsside24_01 | জানুয়ারি ৭, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রবিবার(০৪ জানুয়ারি) খুব ভোরে লড়াইয়ের জন্য উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে হাজির করা হয় বিশাল দেহের দুটি বলি মহিষ। মহিষের মালিক মজিবর ফকির ও সোহেল মিরা মহিষ দুটি হাজির করেন। এ লড়াই দেখতে দুর দুরান্ত থেকে হাজির হয় হাজার হাজার উৎসুক জনতা। ওই এলাকার যুব সমাজ এ লড়াইয়ের আয়োজন করেন। সব কিছুই ছিলো প্রস্তুত। তবে প্রাণিকল্যান আইন এর ৬ ধারা অনুসারে কোনো প্রাণীকে লড়াই করার জন্য উত্যক্ত বা প্ররোচনা করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকায় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছে লড়াই বন্ধ ঘোষনা করেন। তাই লড়াই দেখতে আসা মানুষ হতাশা নিয়েই ফিরে যান।
লড়াই দেখতে আসা কলাপাড়া পৌরসভার কবির হোসেন বলেন,খবর শুনে মহিষের লড়াই দেখতে এসেছিলাম। এসে দেখি প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। আসলে এ ব্যাপারে যে আইনি বাধা আছে আমরা তা জানতাম না।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, কোনো প্রাণীর লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়। তাই লড়াইটি বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
Source URL: https://newsside24.com/?p=2355
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.