by newsside24_01 | জানুয়ারি ১০, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি প্রথিতযশা সাংবাদিক জাহিদুুল ইসলাম রিপন।
শুক্রবার (০৯ জানুয়ারি) জুমার নামাজবাদ তার নামাজে জানাজা শেষে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবর স্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেসক্লাব, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি,কুয়াকাটা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও মহিপুর প্রেসক্লাবের সদস্যরা।
তার মধ্যে গভীর শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়া এই সাংবাদিকের মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়ার রিপোর্টার্স ইউনিটি এবং মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের সব ঘোষণা করা হয়েছে।
Source URL: https://newsside24.com/?p=2371
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.