by N_admin_1 | জুলাই ১৭, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
অদ্ভুত এক যুবক আর প্রচণ্ড মানসিক বিষাদগ্রস্ত এক যুবতীর হঠাৎ প্রেম। সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া এক রোমান্টিক দম্পতির রোমাঞ্চকর সংসার, আর শেষমেশ ভাগ্যের নির্মম পরিহাস— এমনই এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে নাটক ‘স্পর্শের মায়াজাল’।
এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী শাহনাজ মায়া।
নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান। নির্মাণ প্রসঙ্গে আলোক হাসান বলেন, দর্শকদের একটি ভিন্ন জনরার গল্প উপহার দিতে যাচ্ছি। এই গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যদিও বিনোদনকে মাথায় রেখেই যতটা ভালো করা যায়, সেই চেষ্টা করছি।
অভিনেতা আব্দুন নূর সজল তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।
‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী, শুভ চৌধুরী।
‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম। সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে (CineGhuri Entertainment) আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) নাটকটি প্রচারিত হবে।
Source URL: https://newsside24.com/?p=31
Copyright ©2025 News Side24.com unless otherwise noted.