by N_admin_1 | জুলাই ১৮, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। এরপর নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা, মহানগর শাখার সংগঠক মোহন হোসেন রেদওয়ান, জেলা শাখার সংগঠক ইসমাত আরা ও শিউলি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গোপালগঞ্জে পথসভায় গেলে আওয়ামী লীগ তাদের উপর হামলা করে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলায় ফ্যাসিস্টদের আর যায়গা হবেনা। এনসিপি যত দিন থাকবে বাংলাদেশে মুজিববাদের কোন ঠাই হবে না। তাই অবিলম্বে হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল নেতাকর্মীদের গ্রেফতার দাবি করছি। অবিলম্বে তাদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
Source URL: https://newsside24.com/?p=55
Copyright ©2026 News Side24.com unless otherwise noted.