রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)। 

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২০। এছাড়া পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে এ তথ্য জানায় আইএসপিআর।

এর আগে রাত ৮টার দিকে আইএসপিআরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২০। আহত ১৭১ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতের সংখ্যাও জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

রাত ৮টার দিকে দেওয়া আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা ‘দুই’ উল্লেখ করা হয়। যদিও পরবর্তীতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যুর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সেখানে চিকিৎসাধীন মাহেরীন চৌধুরী (৪০) ও আফনান (১৪) মারা গেছেন। রাত দেড়টার দিকে ডা. শাওন বিন রহমান জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিনও (১৪) মারা গেছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। অর্থাৎ রাত দেড়টার দিকে আইএসপিআরের দেওয়া বিজ্ঞপ্তিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের মৃত্যুর সর্বশেষ তথ্য উল্লেখ করা হয়নি।

রাত সোয়া ৩টার দিকে ডা. শাওন বিন রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আরও চার শিক্ষার্থী মারা গেছেন। এর মধ্যে এরিকসনের শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের ৮৫ শতাংশ, নাজিয়ার ৯০ শতাংশ এবং সায়ান ইউসুফের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ও আইসিইউতে ৪২ জন চিকিৎসাধীন আছেন।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। যাদের বেশিরভাগই হতাহত হন।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধারকাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। এরপর নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা, মহানগর শাখার সংগঠক মোহন হোসেন রেদওয়ান, জেলা শাখার সংগঠক ইসমাত আরা ও শিউলি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গোপালগঞ্জে পথসভায় গেলে আওয়ামী লীগ তাদের উপর হামলা করে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলায় ফ্যাসিস্টদের আর যায়গা হবেনা। এনসিপি যত দিন থাকবে বাংলাদেশে মুজিববাদের কোন ঠাই হবে না। তাই অবিলম্বে হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল নেতাকর্মীদের গ্রেফতার দাবি করছি। অবিলম্বে তাদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির কথা বিবেচনা করছেন, যার মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ইউক্রেনীয় ড্রোন কিনবে এবং কিয়েভ আমেরিকা থেকে অস্ত্র কিনবে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

 

জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের সাথে তার সর্বশেষ আলোচনা এমন একটি চুক্তির উপর কেন্দ্রীভূত যা প্রত্যেকটি দেশকে তাদের বিমান প্রযুক্তি শক্তিশালী করতে সহায়তা করবে।

ট্রাম্পকে জেলেনস্কি বলেছেন, “আমেরিকার জনগণের এই প্রযুক্তির প্রয়োজন এবং আপনার অস্ত্রাগারে এটি থাকা দরকার।”

ইউক্রেনীয় নেতা জানিয়েছেন, ড্রোনই মূল হাতিয়ার যা তার দেশকে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছে।

 

তিনি বলেছেন, “আমরা আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত থাকব।”

 

ইউক্রেন ডেনমার্ক, নরওয়ে এবং জার্মানির সাথেও এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান জেলেনস্কি।

বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে (‘সাবস্টেনশিয়াল নাম্বারস’) ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

 

গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।”

 

 

তিনি জানান, যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিক্যাল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি জানাতে পারেননি।

 

এই বিষয়ে জয়সওয়াল বলেন, “এটা আমাকে জেনে বলতে হবে।”

 

বাংলাদেশের গোপালগঞ্জে বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে তিনি অবশ্য নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানাননি- বরং উত্তর পাশ কাটিয়ে গিয়েছেন।

গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তার জবাবে তিনি বলেন, “আমাদের অঞ্চলে যেকোনো পরিস্থিতির দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।”

দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব লুসিকান্ত হাজং, বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর সহকারী বিভাগীয় প্রধান জনাব শেখ রেজভান ফিদা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল জেলা জনাব শাকান্ডাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বরিশালে ১৮ জন বেকার ও কর্মপ্রত্যাশী যুবকদের মাঝে ফ্রিলান্সিং প্রশিক্ষণ দিয়েছে ও বর্তমানে ৫৯ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। যার ভিতরে উল্লেখযোগ্য ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশন, ভিডিও এডিটিং, কমিউনিকেটিভ ইংলিশ ও কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ারকিংয়ের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক বাজারে যুবকদের দক্ষ করে গড়ে তুলছে।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ২য় ব্যাচের সফল প্রশিক্ষণার্থী জুবায়ের রহমান সানু তার অনুভূতি প্রকাশে বলেন, বরিশাল ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রষ্ঠিানের অভিজ্ঞ প্রশিক্ষকদের দিক নির্দেশনায় ৩ মাস প্রশিক্ষণ শেষে এখন বর্তমানে ফ্রিলান্সার ডট কম এ কাজ করছি ও গত তিন মাসে ৩৫,০০০ টাকার ও অধিক উপার্জন করতে সক্ষম হয়েছি। এছাড়া প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী নাবিলা ইসলাম সহ আরো অনেকে তাদের সফলতার গল্প বলেন।

এসময় ব্রাঞ্চের সহকারী-কোর্ডিনেটর নাইমুর রহমান দুর্জয়, প্রতিষ্ঠানের ট্রেনার জনাব সপ্তক চ্যাটার্জী, জনাব তাফসির আহাম্মেদ এবং জনাব বেলায়েত হোসেন সকলেই এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত যুবদের ভাগ্য পরিবর্তনের যে সুযোগ তা স্বীকার করেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল সহকারী বিভাগীয় শেখ রেজভান ফিদা প্রধান বলেন, প্রতিষ্ঠান শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ করছে না এর পাশাপাশি জব প্লেসমেন্ট এর সুযোগ তৈরি করে দিচ্ছি। এখান থেকে প্রশিক্ষণ শেষ করে এই প্রতিষ্ঠানেই সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনে কাজের সুযোগ পাচ্ছে। এই প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালিত হয়। সকলে একসাথে কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারী যুবকেরা উপকৃত হচ্ছে, এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব পুসিকান্ত হাজং তার মূল্যবান বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি এবং দক্ষতা ছাড়া উন্নয়ন কল্পনাও করা যায় না। আমাদের দেশের তরুণরা যেনো পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই সরকার ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে দেশব্যাপী ফ্রিলান্সিং এর মতো কার্যক্রম বাস্তবায়ন করছে। এ উদ্যোগ শুধু প্রশিক্ষণ নয়, বরং আত্মকর্মসংস্থানের পথও তৈরি করছে।

অনুষ্ঠানের সভাপতি জনাব শাকাওাত হোসেন বলেন “এই ধরণের উদ্যোগ বাস্তবিক অর্থেই যুগোপযোগী। ই-লার্নিং ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের যুবসমাজ শুধু অনির্ভর নয়, বরং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার মতো সক্ষম হয়ে উঠছে। আমরা চাই এমন প্রশিক্ষণ আরও সম্প্রসারিত হোক এবং প্রত্যশড় অঞ্চলের যুবকরাও যেন এ সুযোগ পায়।”

অল নেপাল ফুটবল এসোসিয়েশন (আনফা) ৭ জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ কাঠমান্ডুতে দু’টি ম্যাচ খেলবে। নেপালের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হলেও সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ নিয়ে নিশ্চুপই ছিল বাফুফে। ভিয়েতনাম বিকল্প হিসেবে কাজ করলেও শেষ পর্যন্ত আজ নেপালের বিপক্ষেই খেলার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দু’টি ম্যাচ খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

বাফুফে ২৯ মে জাতীয় দল কমিটির সভায় সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দলকে ইউরোপের কোনো দলের খেলানোর পরিকল্পনা করেছিল। এ প্রেক্ষিতে বাফুফে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার ২৭ টি দেশের সঙ্গে যোগাযোগ করে। ইউরোপ ও আফ্রিকার দেশগুলো সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের খেলা থাকায় অপরাগতা প্রকাশ করে। শ্রীলঙ্কায় বাফুফে চার জাতি টুর্নামেন্ট খেলতে সম্মত থাকলেও পরবর্তীতে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন সেই পরিকল্পনা পরিবর্তন করে।

বাফুফে ১৮ জুন নেপালের সঙ্গে খেলার আমন্ত্রণ পাঠায়। দুই পক্ষের মধ্যে আলোচনার পর ২ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ দুই ম্যাচ খেলার সম্মতি দেয়। নেপাল ম্যাচ খেলার সম্মতি প্রদানের পর ভিয়েতনাম ১১ জুলাই বাফুফেকে দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়। তখনই সংকটে পড়ে বাফুফে। ৯ অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার আগে শক্তিশালী ভিয়েতনামের সঙ্গে খেলার চেষ্টা করে বাফুফে। নেপালের সঙ্গে চূড়ান্ত হওয়ায় বাফুফে চেষ্টা করেছিল কম্বোডিয়াকে নেপালে এনে খেলানোর ব্যবস্থা করার। কম্বোডিয়া নেপাল যাওয়ার আগ্রহী না হওয়ায় বাফুফে আর ভিয়েতনামের সঙ্গে খেলার বিষয়টি এগোতে পারেনি। আজ জাতীয় দল কমিটির এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উদ্ভুত পরিস্থিতিতে নেপালের সঙ্গেই সেপ্টেম্বর উইন্ডোতে দু’টি ম্যাচ খেলার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেয়ার পেছনে, পূর্বে সম্মতি প্রদান এবং আঞ্চলিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছে।

বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, চীন-জাপানের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলছে। সেখানে বাংলাদেশ সেপ্টেম্বরে প্রায় সমশক্তির নেপালের বিরুদ্ধে লড়বে। নেপালের বিপক্ষে খেলে র‍্যাংকিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা হংকংকে কতটুকু মোকাবেলা করা যাবে সেটা বড় প্রশ্নই। কারণ জুনে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-২ গোলে হেরেছিল।

মুম্বাইয়ের পালি হিলের অভিজাত এলাকায় বিনোদন জগতের তারকাদের বসবাস। বিশেষ করে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা এখানে আবাসন গেড়ে জীবনযাপন করে আসছেন। এই অভিজাত এলাকায় আবারও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে, যা বলিউড তারকাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা স্মৃতিতে অম্লান। কিন্তু এবারের নতুন ঘটনা তারকাদের আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেগেছে।

এবার এই আবাসনেই বাস করেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, অভিনেতা জাভেদ জাফরির মতো বহু পরিচিত মুখ। সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অনুপ্রবেশ এবং আবাসনের লিফট ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হলুদ রঙের একটি গাড়িতে এক ব্যক্তি আবাসনে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীদের কাছে দাবি করে বলেন, ১৭ তলার এক ফ্ল্যাট মালিকের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। তার পরিচয় নিশ্চিত করার পর তাকে প্রবেশের অনুমতি দেন নিরাপত্তারক্ষী।

তবে তার আচরণ সন্দেহজনক ছিল। তাকে বেসমেন্ট-২ এ গাড়ি পার্ক করতে বলা হলেও তিনি বেসমেন্ট-১ এ গাড়ি রাখেন। কর্তব্যরত নিরাপত্তারক্ষী এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, তার জরুরি ভিত্তিতে ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। এরপর তিনি আবাসনের সাধারণ ওয়াশরুমের দিকে চলে যান।

কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ১৪ তলায় যাবেন বলে নিরাপত্তারক্ষীকে বলেন। কিন্তু তার দেওয়া ফ্ল্যাট নম্বরে ফোন করে কোনো সাড়া না পাওয়ায় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তার অসংলগ্ন কথাবার্তার কারণে রক্ষীরা তাকে আবাসন থেকে বের করে দেন।

পর দিন সকালে আবাসনের নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করেন যে, লিফটটি খারাপ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ওয়াশরুমে যাওয়ার নাম করে ওই ব্যক্তি লিফটের ভেতরে বড় বড় পাথর রেখে ভাঙচুর চালিয়েছেন। এমনকি তাকে সিসিটিভি ক্যামেরার সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করতেও দেখা যায়।

তার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মুম্বাই পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে খার থানার পুলিশ আবাসনে বেআইনি অনুপ্রবেশসহ একাধিক ধারায় মামলা করেছে।

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান।

ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় সকলেই এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ-বিদেশের মানুষ ব্যাপকভাবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।’

‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে এভাবেই দৃশ্যমান থাকতে হবে,’ বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

এছাড়া আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলে জানান তিনি।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।  ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখা এ অভিনেত্রীকে বর্তমানে বড় পর্দায় তেমন দেখা যায় না।  বিয়ের পর থেকে পরিবারেই মনোযোগী তিনি।

প্রথম দিকে এক্সপ্রেশন নিয়ে বলিউডে কটাক্ষের শিকার হতে হয় ক্যাটরিনাকে।  তবে, সময়ের সঙ্গে নিজেকে ঝালিয়ে নেন তিনি।  নিজেকে পরিণত করে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ক্যাটরিনা।  ৪২ বছরে পা রাখা ক্যাটরিনা এখন বলিউডের সফল অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সফল ক্যাটরিনা। ২০১৮ সালে ‘নাইকা’ নামে একটি একটি রিটেল সংস্থায় ২ দশমিক শূন্য ৪ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তিনি।  ২০২১ সালে গিয়ে যা দাঁড়ায় ২২ কোটি রুপিতে।

ছোটকাল থেকেই প্রসাধনীর প্রতি ঝোঁক ছিল এ বলিউড অভেনেত্রীর। তাই তো প্রসাধনী ব্যবসায় নেমেছেন তিনি। অভিনয়ের মতো এ ব্যবসায়ে সফল ক্যাট। এ অভিনেত্রীর প্রসাধনী ব্র্যান্ডের নাম ‘কে বিউটি’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০১৯ সালে কে বিউটির যাত্রা শুরু হয়।  মাত্র ছয় বছরের মধ্যে ব্র্যান্ডটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।  ২০২৫ সালের এ পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি কসমেটিক পণ্য বিক্রি করেছে ক্যাটের কে বিউটি।  বছরটিতে ২৪০ কোটি রুপি আয় করেছে কোম্পানিটি।

অভিনয় ও ব্যবসায় সফল ক্যাটরিনার ভারতসহ বিভিন্ন দেশে সম্পদ রয়েছে।  মুম্বাইয়ের আন্ধেরিতে ১৭ কোটি রুপির অ্যাপার্টমেন্ট রয়েছে।  ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি।  ক্যাটরিনার লন্ডনে রয়েছে ৭ দশমিক ২ কোটি রুপির একটি বাড়ি।  বর্তমানে স্বামী ভিকির সঙ্গে মুম্বাইয়ের জুহুর একটি ফ্ল্যাটে থাকছেন ক্যাট।

এ বলিউড অভিনেত্রীর বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি।  এর মধ্যে রয়েছে র‌্যাঞ্জ রোবার ভোগ এলডব্লিউবি মডেলের গাড়ি, যার মূল ২ দশমিক ৩৭ কোটি রুপি। এছাড়া ৬৬ লাখ রুপি মূল্যের মার্সিডিজি ও এক কোটি রুপি মূল্যের অডি কিউ৭ রয়েছে তার।

সব মিলিয়ে বর্তমানে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬৩ কোটি রুপি। এর মধ্যে রয়েছে তার অভিনয়ের পারিশ্রমিক, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং প্রসাধনী ব্যবসার আয়।

অদ্ভুত এক যুবক আর প্রচণ্ড মানসিক বিষাদগ্রস্ত এক যুবতীর হঠাৎ প্রেম। সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া এক রোমান্টিক দম্পতির রোমাঞ্চকর সংসার, আর শেষমেশ ভাগ্যের নির্মম পরিহাস— এমনই এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে নাটক ‘স্পর্শের মায়াজাল’।

 

এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী শাহনাজ মায়া।

নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান। নির্মাণ প্রসঙ্গে আলোক হাসান বলেন, দর্শকদের একটি ভিন্ন জনরার গল্প উপহার দিতে যাচ্ছি। এই গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যদিও বিনোদনকে মাথায় রেখেই যতটা ভালো করা যায়, সেই চেষ্টা করছি।

 

অভিনেতা আব্দুন নূর সজল তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।

‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী, শুভ চৌধুরী।

‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।  সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে (CineGhuri Entertainment) আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) নাটকটি প্রচারিত হবে।