বরিশালঃ বরিশাল মহানগর কোতোয়ালী থানাধীন চরমোনাই ইউনিয়ন জাকের পার্টি কর্তৃক আয়োজিত বুখাইনগর বাজারে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়,উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ৫ আসনের জাকের পার্টির মনোনীত সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান (বাচ্চু) সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি, সভাপতি জাকের পার্টি বরিশাল বিভাগ, জেলা, ও মহানগর। বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশ এখন ক্রান্তিলগ্নে আছে তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে জাকের পার্টির পতাকাতলে আসার আহবান জানান। সভায় আরো বক্তব্য রাখেন জাকের পার্টি মূল দল সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা,জাকেরান আশেকান মমিন মুসলমান শান্তি কামী মানবতার উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।




