TT Ads
Spread the love

 

আমিন শুভঃ বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন চলমান রয়েছে আজ ২৩ দিন হয়ে গেল।এখনো থামছেনা এই আন্দোলন।ইতিমধ্যেই শেবাচিম কর্তৃক দায়েরকৃত মামলায় কাউকে আটক না করলেও আন্দোলন কারী একজনকে আজ দুপুরে অন্য মামলায় আটক করেছে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ।যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় কোতোয়ালি থানার সামনে অবস্থানরত রয়েছে স্বাস্থ্যখাত আন্দোলনকারীরা।এসময় স্বাস্থ্য সংস্কার আন্দোলনের মূখপাত্র মহিউদ্দিন রনি জানান,আমাদের এমন কি অন্যায় যার জন্য আমাদের উপর দফায় দফায় হামলা করা হচ্ছে,আমাদের মৌলিক দাবি করা কি আমাদের অন্যায় যদি তাই হয়ে থাকে তাহলে আমরা থানার সামনেই আছি আমাদের কেও গ্রেফতার করেন, আমরা সেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত।

অব্যাবস্থাপনা,দালাল সিন্ডিকেট ও নৈরাজ্যের অন্যতম একটি জায়গা হল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বিগত বহু বছর ধরেই চিকিৎসার মান নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল এই হাসপাতালটি।এছারাও নানা অনিয়ম,দূর্নীতি, কর্মচারীদের দুর্ব্যবহার, দালাল সিন্ডিকেট, ট্রলি বানিজ্য,লাশ বাণিজ্য,কোটি কোটি টাকা মূল্যের মেডিকেল ইক্যুইপমেন্ট ব্যাবহার না হওয়া,বিনা মূল্যে ঔষধ বিতরনে অনিয়ম, হাসপাতাল কর্তৃক প্রদত্ত রোগিদের খাবারের মান ও বিতরনে অনিয়ম,অপরিস্কার সহ আরো অনেক বিষয় গুলো সমাধানের লক্ষেই শুরু হয়েছিল এই আন্দোলন।শুরু থেকেই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী মহিউদ্দিন রনির নেতৃত্বে আন্দোলনে ৩ দফা দাবী উপস্থাপন করা হয়েছে।তারপর দাবী করা হয় স্বাস্থ্য উপদেস্টার বরিশাল আগমন বিষয়টি। একাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মতে তাকে সরজমিনে পরিদর্শন করানোটাই ছিল মূল উদ্দেশ্য।

যাতে সে নিজেই বুঝতে পারে বিগত সরকারের আমলে উন্নয়নের বুলি থাকলেও তা কতটা কার্যকর হয়েছে।বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল টি দক্ষিনাঞ্চলের কয়েক কোটি মানুষের জন্য সবথেকে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে বিবেচিত হয় কিন্তু সঠিক পরিচালনার অভাব আর প্রাইভেট স্বাস্থখাত ও দালাল সিন্ডিকেটের কারনে চরম ভংগুরদশায় পরিনত হয়েছে এই হাসপাতালটি এমনটি মনে করছেন বরিশালের সাধারন মানুষ।একাধিক আন্দোলন কারী জানিয়েছেন

স্বাস্থ উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ হতে পারে এইসব সকল সমস্যার সমাধান।তারা আরো জানিয়েছেন তিনি যদি আমাদের কথা শুনতেন এবং সরেজমিনে দেখতেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ছাত্রদের সাথে ঘটে যাওয়া কয়েকটি সহিংস সংঘর্ষ ঘটতনা বলেও দাবী করেন তারা।শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা যায় স্বাস্থ্যখাত সংস্কার জরুরী দরকার। যে সব দাবী ইতিমধ্যেই উত্তাপিত হয়েছে তা তা যথেষ্ট যৌক্তিক বলে বলেছেন তারা।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *