 
	                            						
বরিশাল: সহপাঠীদের ওপর হামলায় জড়িত বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণ দাবীতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে। এসময় তারা তাদের তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে। শিক্ষার্থীরা বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা অত্র কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম।
কিন্তু ঘটনার দীর্ঘ চারমাস হয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো স্বপদে বহাল আছেন। আমাদের লাঞ্ছিত করেও যারা ক্যাম্পাসে আছেন তাদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে। নয়তো এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।
স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছি। এরই মধ্যে ক্লাস বর্জন করে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। যার মধ্যে আজ অভিযুক্ত তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        
 
                            