 
	                            						
অনলাইন ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদরসহ সংসদীয় দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে (সিটি করপোরেশন ও সদর উপজেলা) বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তরিকুল ইসলাম তারেকের নাম ঘোষণা করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে এক কর্মী সভায় প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। কর্মী সভায় সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।
কর্মীসভায় বজলুর রশিদ ফিরোজ বলেন, আর পি ও সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, প্রার্থীর ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭৮ লাখ টাকা করা- এগুলি সবকিছুই ধনিক শ্রেণীর হাতে নির্বাচনকে সঁপে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত ছাড়া কিছুই নয়। ফিরোজ অবিলম্বে এই আর পি ও সংশোধনী বাতিলের দাবি জানান।
একইসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজের পথে আমরা এগিয়ে যাব, একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মব ভায়োলেন্স অবাধে চলছে। সাম্প্রতিক সময়ে রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে হামলা করে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা, রাজশাহীর আজিজ ভান্ডারীর দরবারে হামলা, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে হামলার ঘটনা হয়েই যাচ্ছে কিন্তু সরকার এগুলি থামাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। এই মব সন্ত্রাসের দায় সরকারকেই নিতে হবে। মব সন্ত্রাস থামাতে সরকার ব্যর্থ হচ্ছে কিন্তু ন্যায্যদাবির গণতান্ত্রিক আন্দোলনে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে।
সাম্প্রতিক সময়ে নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। আমরা মনে করি এর কোনোটিই একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন হতে পারে না। ফিরোজ গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতন নিপীড়ন বন্ধ করার দাবি জানান এবং মব সন্ত্রাস নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        
 
                            