অনলাইন ডেক্স: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। জয়নুল বলেন, শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, আর শহীদ জিয়া সেটি ছারখার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন, আর শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বরিশালকে শহীদ জিয়ার ‘ঘাঁটি’ উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের আগে জিয়া এই মাটিতেই এসেছিলেন। এছাড়া তিনি গুম-খুন, অর্থ পাচার, যুবলীগ নেতাদের আত্মগোপনসহ নানা ইস্যুতে সরকারকে তীব্র সমালোচনা করেন।

জয়নুল আবেদীন বলেন, জুলাই বিপ্লব আরেকটা মুক্তিযুদ্ধ ছিল। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আজকের দিনে শ্রদ্ধা ও সম্মান জানাই। সরকারকে বলেছি-যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদের পেছনে এক কোটি টাকা খরচ করে হলেও চিকিৎসা করান। আর যারা সন্তান হারিয়েছেন তাদেরকে কমপক্ষে পাঁচ কোটি টাকা দিয়ে পুনর্বাসিত করতে হবে।

Print this entry

 

বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, আমার কোনো প্রত্যাশা নেই। এটা একটি সাময়িক সরকার আমার কোনো প্রত্যাশা নেই।

আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। জনগণ আমাদের সমর্থন দিলে তার প্রস্তুতি আমরা আগেভাগে নিচ্ছি। যাতে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। শুক্রবার (২৯ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।

তিনি বলেন, আমরা একটা গ্রামে একটা পণ্য তৈরি হবে, যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। পণ্যের নতুন নতুন ডিজাইন হবে এবং সেই পণ্য দেশে ও দেশের বাইরে বিক্রি হবে। গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটাই আমাদের মূল প্রোগ্রাম। আর এজন্য আমরা সব জায়গাতে যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা ও চাহিদা আগামীদিনে কীভাবে পূরণ করতে পারি তাও দেখছি।

তিনি বলেন, বিএনপি অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছে, সেই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। এগুলো মূল্যায়ন করে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে।

এদের ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং করে দেশে-বিদেশে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে। আমরা চাই অর্থনীতিতে এদের অংশগ্রহণ অনেক বেশি হতে হবে এবং এ লোকগুলোর জীবনযাত্রার মানের উন্নয়ন হতে হবে। এ লোকগুলোই যেন আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

আমাদের যে সব হস্তশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে আছি। সঙ্গে সমস্ত বাংলাদেশের মানুষ বাড়িতে থেকে তার পণ্য তৈরি করে জীবনযাপন করতে পারে এবং দেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়। আমরা এদের অর্থনীতির মূলস্রোতে ঢোকাতে চাই, ফলে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

Print this entry

বরিশাল: স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, সবাইকে স্পষ্ট ম্যাসেজ দিতে চাই, তরুণদের কেউ অবজ্ঞা করবেন না, আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশী। ভিন্ন চিন্তাভাবনা করা ভালো তবে কারও ক্ষতি করে নয়। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতা চাচ্ছি, যাতে টেকসই একটা সমাধান আসে এবং রূপরেখা আসে। আর সেই টেকসই সমাধানের জন্য আমরা একটি লিখিত আশ্বাস এবং একটি রোডম্যাপও যেন কর্তৃপক্ষের কাছ থেকে পাই।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নগরীর বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে চলমান আন্দোলনের চার দফা দাবি ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় মহিউদ্দিন রনি আরও বলেন, এ আন্দোলন নিয়ে অনেকে বলেছেন রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি আমরা। কেউ বলেছেন টাকা খাওয়ার জন্য এখানে এসেছি আবার কেউ বলেছেন টেন্ডার বাণিজ্য করার জন্য এসেছি কিন্তু আদতে এগুলোর সত্যতা এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি। তবে আমরা এর প্রমাণ চাই। আর এ কথাগুলো কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যার প্রমাণ আমাদের কাছে আছে। মহিউদ্দিন রনি কমিউনিটি ক্লিনিকের দুইশত কোটি টাকা খাওয়ার জন্য এখানে এসেছে এরকম বিষয় আওয়ামী লীগের একজন কর্মীর ‍গুজব সেল থেকে প্রচার হচ্ছে এমন প্রমাণ আমাদের কাছে আছে। আর সেই আওয়ামী লীগের গুজব সেলের তথ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেয়ার দিয়েছে।

তিনি বলেন, আমরা শিক্ষার্থী পড়াশুনার টেবিলে ফিরে যেতে হবে। তবে তার আগে স্বাস্থ্যখাত সংস্কারের ক্ষেত্রে আমরা টেকসই সমাধান চাই, আর এ লক্ষ্যে আমরা বরিশালের সকল সন্তানদের আমন্ত্রণ জানিয়েছি। বরিশালের সন্তান ট্যাগটা অ্যানআফ না হওয়ায় আমরা রাজনৈতিক সজ্ঞায়নের মধ্যে আপনাদের মতবিনিময় সভায় নিয়ে আসছি। আমরা যখন লাইব্রেরিতে ফিরে যাবো, ক্লাসে ফিরে যাবো তখন যে আবার ট্রলি সিন্ডিকেট, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটসহ স্বাস্থ্যখাতে অনিয়ম-অব্যবস্থাপনা হবে না এটার অ্যাডভোকেসি করবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। আর মানুষের কথা না বললে সেই রাজনৈতিক দলের দরকার কী?

রনি বলেন, আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন তারা অপপ্রচার না চালিয়ে আমাদের পাশে আসুন, সহযোগিতা করুন।আমরা সবাই শিক্ষার্থী আমাদের ভীষণ আরও বড়। আমাদের চিন্তার জগৎ শুধু ছোট টেন্ডারের মধ্যে না, আমাদের চিন্তার জগতটা পুরো মহাবিশ্ব জুড়ে। আপনারা কেউ বলছেন এমপি প্রার্থী হওয়ার জন্য, কেউ বলছেন সিটি মেয়র হওয়ার জন্য, কেউ কেউ বলছেন ক্ষমতাসীন দলে যোগ দেয়াড় জন্য কিন্তু আমাদের জগতটা আপনার এ চিন্তা জগতের বাহিরে অনেক উপরে আছে।

তিনি বলেন, বরিশালে বর্তমানে ১ লাখ অনলাইন ইউজার আছে যারা আমাদের এ আন্দোলনের সাথে রেগুলার যুক্ত আছে, সোশ্যালি-ভার্চুয়ালি কানেক্টেড আছে। অনেকেই বরিশাল-৫ আসনের কথা বলেছেন, এ আসনের ভোটার কিন্তু ৫ লাখ । আর এই ৫ লাখ ভোটারের গ্রহণ যোগ্যতা পেতে হলে আপনাকে ১ লাখ তরুণ ভোটারকে গুরুত্ব দিতে হবে। আমরা হয়ত ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে আসিনাই, আমাদের ক্ষমতার যাওয়ার চিন্তা ভাবনা নেই, কিন্তু কে আমাদের প্রতিনিধি হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। প্রতিনিধি নির্বাচনে আমরা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবো।

রনি বলেন, ডান নাই, বাম নাই, মধ্যপন্থা নাই; জামায়াত হোক, বিএনপি হোক, চরমোনাই হোক, এনসিপি হোক যে বা যারা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে দাবিগুলোর বিষয়ে সহযোগিতা করবেন নেক্সট নির্বাচনে আমাদের ভোটটা আমরা তাদেরই দেব। কথা ক্লিয়ার কাট, এখানে কোন গড়িমসি নাই, দ্বিমত নাই। আজ এসে সহযোগিতা করবেন , কাল থেকে আমাদের সবার ভোট আপনার পাল্লায় যাবে।আর হেল্প না করলে আমরা বিকল্প চিন্তা করবো। কে আমাদের একটু হেল্প করছে, কে আমাদের জন্য একটু খানি নামছে, যে আমাদের জন্য একটু ভয়েস রেইজ করছে তাকেই আমরা জনপ্রতিনিধি বানাবো।

তিনি বলেন, চলমান আন্দোলনের কারণে কিছু সিন্ডিকেট ভাঙা হলেও, কিছু সমস্যার সমাধান করা হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি। আমরা চাই আমাদের আন্দোলনের দাবিগুলোর যেন একটা টেকসই সমাধান আসে। আর সেই টেকসই সমাধানের জন্য আমরা একটি লিখিত আশ্বাস এবং একটি রোডম্যাপও যেন কর্তৃপক্ষ দেয়।

স্বাস্থ্যখাত সংস্কারকারী বরিশালবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলনে সুশীল সমাজ ও রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Print this entry