অনলাইন ডেক্স: দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। এক যুগের বেশি সময় সম্পর্কে ছিলেন তারা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন এই তারকা জুটি। বর্তমানে সুখের সংসার তাদের।

এদিকে মেহজাবীন কিংবা রাজীব দুজনেই সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। কাজের বাইরে নিজেদের নানা মুহূর্ত এই মাধ্যমের বৌদলতে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ আগস্ট) নিজেদের একসঙ্গে কাটানো একটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করেন রাজিব।

ওই পোস্টে দেখা যায়, শান্তশিষ্ট স্বামী রাজীবের বাহুডোরে অভিনেত্রী মেহজাবীনের দুষ্ট-মিষ্টি লুক। আর এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী স্ত্রীর কাছে রাজীব ভালোবাসার আবেদন প্রকাশ করেন গানের লাইনের মাধ্যমে।

তিনি ক্যাপশনে জুড়ে দেন ‘কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া’ লাইনটুকু। এখানেই শেষ নয়, মজা করে আরও লেখেন, ‘কুনজর দেবেন না প্লিজ। ২০১২ সাল থেকে মেহজাবীনের সঙ্গে প্রেমের সম্পর্ক আদনান আল রাজীবের। তবে এ সময়টায় তারা দুজন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। দীর্ঘ ১৩ বছর লুকোচুরি প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘর বাঁধেন তারা।

Print this entry