 
	                            						হাতের আঙুলের জায়গায় পায়ের আঙুল এনে সফলভাবে প্রতিস্থাপন করেছেন একদল চিকিৎসক। গত সপ্তাহে কুমিল্লার পিপলস হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। এর নেতৃত্ব দিয়েছেন অর্থোপেডিক সার্জন কামরুল ইসলাম মামুন। কুমিল্লায় প্রথমবারের মতো এমন জটিল অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি চিকিৎসকদলের।
শনিবার (২ আগস্ট) রাইজিংবিডির সঙ্গে কথা হয় সার্জন কামরুল ইসলাম মামুনের। তিনি বলেন, ‘‘এর আগে আমরা একটি বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়েছিলাম। এবার সফলভাবে হাতের আঙুলের জায়গায় পায়ের আঙুল একটি পায়ের আঙুল হাতে প্রতিস্থাপন করেছি। কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপন এটাই প্রথম।’’
জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আশরাফুল আলম (৪২) সৌদি আরবে গাড়ি চালাতেন। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটা যায়। এরপর দেশে ফিরে একাধিক হাসপাতালে ঘুরলেও হতাশ হন তিনি। পরে কুমিল্লায় আসেন। এখানকার চিকিৎসকেরা তার হাতের আঙুলের জায়গায় পায়ের একটি আঙুল এনে প্রতিস্থাপন করেন।
আশরাফুল বলেন, ‘‘ভাবিনি দেশে এমন চিকিৎসা সম্ভব। কাটা আঙুল নিয়ে সৌদি আরবেও গিয়েছিলাম। কিন্তু, কাজের অক্ষমতায় ফিরে আসতে হয়েছে। অবশেষে কুমিল্লায় এসে আবার আশার আলো দেখলাম।’’
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমদ বলেন, ‘‘কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা আগে কখনো শুনিনি। এ ধরনের অস্ত্রোপচার দেশে কম খরচে করা গেলে সাধারণ মানুষের উপকার হবে।’’
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                     
                                    