TT Ads
Spread the love

এশিয়া কাপের দলে চমক রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনা ছিল মেহেদি হাসান মিরাজকে নিয়ে। নেদারল্যান্ডস সিরিজে ছুটি নেওয়ার পর তিনি এশিয়া কাপে থাকবেন কি না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা হলো ১৫ সদস্যের স্কোয়াড। যথারীতি দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়ক লিটন দাসকে।

 

তিন বছর পর জাতীয় দলে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তার সঙ্গে জায়গা পেয়েছেন চোটগ্রস্ত সময় পার করা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। অন্যদিকে পেস আক্রমণ সাজানো হয়েছে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে নিয়ে।

তবে টপ অর্ডারে নেই নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সৌম্য, মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।

 

 

বাংলাদেশ এশিয়া কাপ মিশন শুরু করার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজ শুরু হবে সিলেটে ৩০ আগস্ট। এরপর ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে টাইগাররা।

 

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

 

স্ট্যান্ড বাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *