
বরিশাল: বরিশালে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা এবং দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ চেক বিতরণ করেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রাখায় ব্রিটিশ নাগরিক লুসি হল্টকে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমাদের দেশে ৩৫ লাখ শিশু কাজ করছে তার মধ্যে সাড়ে ৫ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। আমাদের আইনে আছে শিশুদের কোন মতেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবেনা তা সত্ত্বেও আমরা এর থেকে উত্তরণ করতে পারিনি। তবে আমরা চাচ্ছি দেশের তৃতীয় জেলা হিসেবে বরিশালকে শিশু শ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে পারবো।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও মডেল’ অনুসরণ করে বরিশাল জেলাকে সম্পূর্ণরূপে শিশুশ্রম মুক্ত করা হবে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কাজে নিয়োজিত না রাখার পাশাপাশি তাদের নিয়মিত স্কুলে পাঠানোর উপর জোর দেন তিনি। এসময় এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, “বাংলাদেশ সরকার ২০০১ সালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন ১৮২ অনুস্বাক্ষর করেছে এবং এরই ধারাবাহিকতায় শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ৪৩ ধরনের কাজের তালিকা প্রকাশ করেছে। কোনো শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকবে না। তারা বইখাতা নিয়ে স্কুলে যাবে।”
তিনি বলেন, “শিশুশ্রম নিরসনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজকে শিশুশ্রম মুক্ত করতে পারে। এখানে উপস্থিত সকলে যদি ১ জন শিশুরও দায়িত্ব নেন, তাহলেও বরিশাল জেলা অনেকাংশে শিশুশ্রম মুক্ত হবে।” বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন ও বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।
শুরুতে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয় পরে অতিথিরা কর্মশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ৫৭ জন দুস্থ শ্রমিকদের মাঝে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।